বাসস
  ১৫ মে ২০২৫, ১৪:৪২

মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

ছবি : বাসস

মাদারীপুর, ১৫ মে, ২০২৫ (বাসস) : কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১২০ টাকার বিনিময়ে জেলায় ১৬ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। 

গতকাল বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন  জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান।

শহরের পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল' পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন  ১৪৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইভায় উত্তীর্ণ হয়েছে ৩৫ জন। পরে যাচাই-বাছাই তাদের মধ্যে থেকে ১৯ জন উত্তীর্ণ হয়। অপেক্ষমাণ রয়েছে ৩ জন। উত্তীর্ণদের ১৬ জনই দিনমজুর ও অটোচালক বলে জানা গেছে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেনসহ মাদারীপুর জেলার পুলিশের কর্মকর্তারা।