বাসস
  ১৫ মে ২০২৫, ১৪:১৪

বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

বরগুনা, ১৫ মে, ২০২৫ (বাসস) : জেলায় ১৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত মাছগুলো ৩৭টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

জেলার আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ৯ টার দিকে আমতলী পৌর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে  তালতলী উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকা গামী মিজান পরিবহন ও ইসলাম পরিবহনে তল্লাশি চালিয়ে ১৫ মণ  সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলোর মধ্যে ছিলো ইলিশসহ তুলার ডাডি, লইট্টা, সামুদ্রিক টাইগার চিংড়ি, বৈরাগী, সোনাপাতা।

রাতেই মোবাইল কোর্টর বিচারক ও  সহকারী কমিশনার তারেক হাসান জব্দকৃত মাছ উপজেলার ৩৭ টি এতিমখানায় ও লিল্লাহ বোডিং এ বিতরণ করার নির্দেশ প্রদান করেন। 

আমতলীর মেরিন ফিসারিজ অফিসার অলিউর রহমান জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক সকল মৎস্য আহরণ, পরিবহন, মজুদকরন, ক্রয়-বিক্রয়সহ সকল কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষিত করেছে। অবৈধ এ সকল কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।