বাসস
  ১৪ মে ২০২৫, ২০:৩৯

কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা, ১৪ মে, ২০২৫ (বাসস): কুমিল্লার বুড়িচং সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১৪ মে) বিকেলে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোরে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি’র একটি দল। 

এ সময় বুড়িচং সীমান্তের ফকিরবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। 

জব্দকৃত ডিসপ্লেগুলোর বর্তমান আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা। এইসব মালামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে হস্তান্তর করা হবে।