শিরোনাম
সিলেট, (শাবিপ্রবি) ১৪ মে, ২০২৫ (বাসস): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা পাচ্ছেন পাঁচটি ট্রাস্ট বৃত্তি।
আজ বুধবার বিকেল ৪টায় উপ-উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় সার্বিক বৃত্তি ব্যবস্থাপনা পর্ষদ’র সভায় এসব বৃত্তির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
সভায় অনুমোদিত পাঁচটি ট্রাস্ট বৃত্তি হলো আব্দুর রউফ-আব্দুর রহিম ট্রাস্ট ফান্ড, মকবুল হোসেন-মুশতাক হোসেন ট্রাস্ট, আমেনা ও আজফর রাজা চৌধুরী ট্রাস্ট, হাবিবুর রহমান চৌধুরী স্মৃতি ট্রাস্ট এবং খান সাহেব আব্দুল কাহের স্মৃতি ট্রাস্ট।
এসময় উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়নে এই ধরনের বৃত্তির ভূমিকা অপরিসীম। আমরা চাই ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীরা এসব সুবিধা পাবে।’
সভায় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্টার আ. ফ. ম. মিফতাউল হক, উপ-রেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াছমিন এবং উপ-রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ।
উল্লেখ্য, বিগত তিনবছর ধরে এসব বৃত্তি প্রদান কার্যক্রম স্থগিত থাকলেও বর্তমান প্রশাসনের উদ্যোগে তা পুনরায় চালু হলো।