শিরোনাম
মুন্সীগঞ্জ, ১৪ মে, ২০২৫ (বাসস) : জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হাজতীদের অপরাধের জগৎ থেকে ফিরিয়ে আনতে নারী হাজতখানায় গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন গতকাল বিকেলে এ গ্রন্থাগার উদ্বোধন করেন। এর আগে গত ৭ জানুয়ারি মুন্সিগঞ্জের পুরুষ হাজত খানায় অনুরূপ গ্রন্থাগার স্থাপন করা হয়।
উদ্বোধনকালে গাজী দেলোয়ার হোসেন বলেন , আদালতে আনা হাজতীদের বিচারিক আদালতে উঠানোর আগ পর্যন্ত ধর্মীয় বইসহ অন্যান্য বই পরে সময় কাটানো এবং জ্ঞান অর্জনসহ আলোর পথে আসার সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, অপরাধীদের আত্মশুদ্ধির জন্য এই গ্রন্থাগারে প্রাথমিকভাবে ধর্মীয় বইসহ মহান ব্যক্তিদের জীবনীগ্রন্থ রাখা হয়েছে। তবে ধীরে ধীরে গ্রন্থাগারে অন্যান্য বইও রাখা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটমো. জিয়াউর রহমান , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটশহিদুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ও মুহসিনা হোসেন তুষি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, পিপি অ্যাডভোকেট মো. হালিম হোসেন, জিপি অ্যাডভোকেট তোতা মিয়া এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম।