বাসস
  ১৩ মে ২০২৫, ২১:২৯

শরীয়তপুরে গণঅভ্যুত্থানে ১১ শহীদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ   

ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে ঢাকায় শহীদ ১১ জনের পরিবারের মধ্যে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত সঞ্চয়পত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।