বাসস
  ১৩ মে ২০২৫, ১৭:১৭

চাঁদপুরে গণঅভ্যুত্থানে ৩০ শহীদের পরিবারকে অনুদান প্রদান

মঙ্গলবার চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন ২০২৪ সালের জুলাই বিদ্রোহের ৩০ জন শহীদের পরিবারের কাছে চেক হস্তান্তর করেন। ছবি: বাসস

চাঁদপুর, ১৩ মে ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ৩০ জন শহীদের পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।