শিরোনাম
কুমিল্লা (উত্তর), ১৩ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের ফাজিলপুর অলির বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. শরীফ ফাজিলপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
জেলার সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সকাল সোয়া ১০টার দিকে বৃষ্টি শুরু হলে শরীফ বাড়িরপাশে পুকুরপাড়ে আম কুড়াতে যায়।
একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে তাকে পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।