বাসস
  ১২ মে ২০২৫, ২৩:৫২

রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার

ছবি: বাসস

রাজশাহী, ১২ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘জনকল্যাণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, সাইবার ক্রাইম ইউনিট নগরীতে সাইবার অপরাধ দমন করে জনগণের আস্থা অর্জন করেছে।

এর আগে দুই দফায় ১৬২টি চোরাই মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দেয় রাজশাহী মহানগর পুলিশ ।