বাসস
  ১২ মে ২০২৫, ১৭:৫০

টাঙ্গাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

টাঙ্গাইল, ১২ মে ২০২৫ (বাসস) : জেলার ঘাটাইল উপজেলায় আজ রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় আল আমিন (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টা দিকে ঘাটাইল উপজেলার কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আল আমিন ঘাটাইল উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। সে বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা আল আমিনকে ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে  গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে গুরুতর অবস্থায় শিশু আল আমিনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম অটোরিকশার ধাক্কায় শিশু আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।