বাসস
  ১২ মে ২০২৫, ১৫:১৫

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ

কুড়িগ্রাম জেলার উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারে অভিযান। ছবি : বাসস

কুড়িগ্রাম, ১২ মে ২০২৫ (বাসস):  জেলার উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ ইব্রাহিম ও ইমরান হোসেন নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। 

আজ সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)আপন দুই ভাই। তারা চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের পুত্র। তারা একই গ্রামের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকতো। গত শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় ১৮ ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। 

আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।