শিরোনাম
হবিগঞ্জ, ১২ মে, ২০২৫ ( বাসস) : জেলার লাখাইয়ে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আজগর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি লাখাই সদর ইউনিয়নের সুজনপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী মিয়া।
স্থানীয়রা জানান, আজগর আলী আজ সোমবার দুপুরে গরু আনতে পাশ্ববর্তী হাওরে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।