বাসস
  ১২ মে ২০২৫, ১৩:৪৭

বগুড়ার আম গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

বগুড়া, ১২ মে, ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলায় আম গাছ থেকে পড়ে আতিকুল করিম ওরফে বাবলু তালুকদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত আতিকুল করিম বাবলু উপজেলায় যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামের গোলাম রহমান গেন্দা তালুকদারের ছেলে।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল  বলেন, নিহত আতিকুল করিম বাবলু রোববার  দুপুর ১টায় রান্নার কাজে জ্বালানি সংগ্রহের জন্য বাড়ির অদূরে যমুনা নদীর তীরে একটি আম গাছে ওঠেন। সে ওই আম গাছের মরা ডাল কাটতে থাকে। এসময় গাছের মরা ডাল থেকে বিষাক্ত পোকা  তাকে কামড় দেয়। এতে সে অচেতন হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  বিকেল ৪টায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। এ কারণে আইনী প্রক্রিয়া শেষে বাবলুর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।