শিরোনাম
সিলেট, ১১ মে, ২০২৫ (বাসস) : সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে নগরের বন্দরবাজারের কাষ্টঘর সুইপার কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. নাজিম উদ্দিন (২৭) কাউসার আহমদ (৩০), রাজু মিয়া (২১), শুভ আহমদ (২৬) ও স্বপন আহমদ (২৫) ও সাগর মিয়া (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনুমান করতে পেরে ৭ থেকে ৮ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা এবং ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।