বাসস
  ১১ মে ২০২৫, ২০:১৯

নীলফামারীতে মাঝারি তাপদাহে অতিষ্ঠ জনজীবন

ছবি : বাসস

নীলফামারী, ১১ মে ২০২৫ (বাসস) : গত চার দিন ধরে অব্যাহত মাঝারি তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে  জেলার জনজীবন। এ অবস্থা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছে জেলার সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্র।

সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ রোববার বিকেলে তিনটায় জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। চলতি মাসের ১ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। এরপর গত বৃহস্পতিবার (৮ মে) ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

টানা চার দিন ধরে অব্যাহত মাঝারি তাপপ্রবাহের কারণে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলাবাসী।  সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের উত্তাপ বেশি থাকায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ফলে বেলা ১১টার পর থেকে ফাঁকা হয়ে পড়ছে শহর ও গ্রামের পথ ঘাট।

তবে আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে বেশি বিপাকে পড়েছে কৃষি শ্রমিকসহ জেলার খেটে খাওয়া মানুষ। প্রখর এ রোদে খোলা আকাশের নিচে টিকতে পারছে না এসব মানুষ। ফলে জীবীকায় টান পড়েছে তাদের।

জেলা শহরের রিকশাচালক আবু বক্কর সিদ্দিক বলেন,‘ কয়দিন ধরি কঠিন গরম। বেলা ১১টার পর থাকি বিকাল পর্যন্ত রাস্তাত রিকশা চালানো যাছে না। এতে করি হামার কামাই কমিছে, সংসারোত খরচ জুটিবার পারেছি না’।

সদরের ইটাখোলা ইউনিয়নের পাইলাভাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহীম আলী (৫৪) জানান, মাঠে পাকা ধান পড়ে আছে। প্রচণ্ড রোদের তাপে ধান কাটার শ্রমিক মিলছে না। নিরুপায় হয়ে অনেকে কাজে আসলেও স্বাভাবিক সময়ের মতো কাজ এগুচ্ছে না। 

সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘১লা মে থেকে জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। গত চার দিন ধরে জেলায় মাঝারি তাপ প্রবাহ চলছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা চলতে পারে। মঙ্গলবার রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে’।