বাসস
  ১১ মে ২০২৫, ২০:১১

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি

ছবি : বাসস

কুড়িগ্রাম, ১১ মে ২০২৫ (বাসস) : জেলার উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের  কোন সন্ধান মেলেনি। নিখোঁজের পর উলিপুর থানার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ১৮ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে আজ বিকেল তিনটার দিকে অভিযান বন্ধ করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে দুই ভাই। খবর পেয়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি।  

আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে ডুবুরিরা। নিখোঁজ ইমরান ও ইব্রাহিম চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা ইসলাম আলীর নাতি। ছোটবেলা থেকেই তারা নানা ইসলাম আলীর বাড়িতে  থাকে।

উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, গত ১৮ ঘণ্টা ধরে  উলিপুর এবং রংপুর থেকে ৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্রে স্রোত থাকায় ভাটির দিকে যেতে পারে।