শিরোনাম
রাঙ্গামাটি, ৬ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ ফিল্ড স্কুলের কৃষাণ-কৃষাণীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক নাসিম হায়দার।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের পার্বত্য অঞ্চলের সমন্বয়ক রিয়াজ উদ্দিন, কুতুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কানন ময় চাকমা প্রমুখ।
সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম উপস্থাপন করা হয়।
সভায় জৈব সার ব্যবহার, বিষ, রাসায়নিক সার মুক্ত ধান, সবজি ও ফল উৎপাদনের গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।