বাসস
  ০৫ মে ২০২৫, ১৩:৫৭

রাজশাহীতে ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল

রাজশাহী, ৫ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী বিভাগের ৬১টি রাইস মিলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য অধিদপ্তর। সরকারের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বাসসকে জানান, যেসব মিল মালিক চুক্তি করেও চাল সরবরাহ করেননি, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, সতর্ক করা হয়েছে আরও ৯১৩টি রাইস মিলের মালিককে। কারণ তারা ধান-চাল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেননি।

খাদ্য নিয়ন্ত্রক জানান, চুক্তি করেও মোট ১৬২টি চালকল মালিক যথাযথভাবে চাল সরবরাহ করেননি। তাদের মধ্যে ৩০ জন শর্তের ৮০ শতাংশ এবং ৭১ জন ৫০ শতাংশ চাল সরবরাহ করেছেন। আর ৬১ জন কোনো চাল সরবরাহ করেনি। আর যেসব মালিক সরকারের সঙ্গে চুক্তি করেননি, তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে আমন মৌসুমে ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বাস্তবে সংগ্রহ করা হয়েছে ৯৪ হাজার ৭০৭ টন।