শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগামীকাল সোমবার ময়মনসিংহে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় নগরীর সিটি করপোরেশন সভাকক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।
সভায় জেলা ও উপজেলা প্রশাসন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করবেন বলে সিইসির একান্ত সচিব জানান।