বাসস
  ০৪ মে ২০২৫, ১৭:১০

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ, ৪ মে ২০২৫ (বাসস): জেলার মুকসুদপুর উপজেলায় আজ বজ্রপাতে শহীদ মুন্সী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শহীদ মুন্সী মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দি গ্রামের সেকেন্দার মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের বিলে ধান কাটতে গিয়েছিলেন কৃষক শহীদ মুন্সী। বেলা সাড়ে ১১টার দিকে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাতে থাকে। হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে কৃষক শহীদ ঘটনাস্থলেই নিহত হন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শহীদ মুন্সীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।