বাসস
  ০৪ মে ২০২৫, ১৫:৫২

রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

৫ দিনব্যাপী পৌরকর মেলা । ছবি : বাসস

রাঙ্গামাটি, ৪ মে, ২০২৫ (বাসস): জেলায় আজ ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে।

‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১০টায় রাঙ্গামাটি   পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
জেলা  প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পৌরকর মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন  করেন।

রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট  মোক্তার আহমেদ,  রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা  মো. ইয়াসিন, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভার আগে পৌরকর পরিশোধে সচেতনতা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন জানান, পৌরকর মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে শহরের ৯টি ওয়ার্ডে বসবাসরত জনসাধারণ পৌরকরসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে পারবেন ।

এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার ৩ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে।