শিরোনাম
রাজশাহী, ৩ মে, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি দলটির সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির রাজশাহীর সদস্য মোবাশ্বের রাজ, আবির হাসান রুদ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব মো. রহমতউল্লাহ, মহানগরের সদস্য সচিব হযরত আনাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার উপস্থিত ছিলেন।