শিরোনাম
সিরাজগঞ্জ, ৩ মে, ২০২৫ (বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে পিতা হত্যার বদলা নিতে গিয়ে দেশ ও জাতিকে শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসা মানেই ইতিহাস বিকৃতি শুরু করা।
তিনি আজ শনিবার বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলার আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল লাইব্রেরী মিলনায়তনে সিরাজগঞ্জের সূধীজনদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে মাত্র পাঁচদিনে দেড় হাজার মানুষ হত্যা করেছিল। সিরাজগঞ্জে মানুষ মারার জন্য আওয়ামী লীগ নেতারা সাতটি ক্যাম্প তৈরি করেছিল। সেসব ক্যাম্পে নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করেছে।
টুকু আরো বলেন, কেউ কেউ বলে আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় এলে তাই করবে- এমন কথা বিএনপির বেলায় মানায় না।
তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা যারা করে তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে যত জঘন্য কাজ করেছে, বিএনপি ক্ষমতায় থেকে তার ছিটেফোঁটাও করেনি। আওয়ামী লীগের নেতারাই বলেছিল, ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের লাখ লাখ লোক মারা যাবে। ৫ আগস্টের পরে বিএনপির হাতে একজন লোকও মরে নাই। কারণ আমরা শান্ত থেকেছি। আমরা শান্তিপ্রিয়।
আওয়ামী লীগের নির্যাতনের কথা উল্লেখ করে টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেটে জেলে গিয়েছিলেন, হুইল চেয়ারে বেরিয়ে এসেছেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দারের (রফিক সরকার) সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ- সম্পাদক সাইফুল ইসলাম শিশির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবিসহ সর্বস্তরের পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।