বাসস
  ০৩ মে ২০২৫, ২০:৫৯

তামাকের দাম বৃদ্ধি ও কর কাঠামো সংশোধনের দাবিতে আন্দোলন

ছবি : বাসস

টাঙ্গাইল, ৩ মে, ২০২৫ (বাসস) : আসন্ন ২০২৫-২৬ জাতীয় বাজেটে সকল তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি এবং তামাক কর কাঠামো সংশোধনের দাবিতে জেলা শহরে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ দরিদ্র উন্নয়ন সংস্থা-ডিওআরপি আয়োজিত টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সমাজের সকল স্তরের মানুষ, তামাকবিরোধী কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য এবং ‘বিড়ি’ শ্রমিক সম্প্রদায়ের নেতারা যোগ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিওআরপি’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী রুবিনা ইসলাম।

মানববন্ধনে বক্তব্য দেন ডা. শিলভানা আক্তার, রুবিনা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহালম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম ও সুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ।

তারা বলেন, বাজারে বিক্রি হওয়া প্রায় ৯০ শতাংশ সিগারেট নিম্ন ও মাঝারি স্তরের, যা সহজলভ্য এবং এর ফলে তরুণদের আকর্ষণ করার সম্ভাবনা বেশি।

বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের উচিত সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার নিরুৎসাহিত করা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা।