শিরোনাম
সাতক্ষীরা, ৩ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ আলোচনা সভা ও র্যালিসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিক সমাজ এ আলোচনা সভার আয়োজন করে।
সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাংলাভিশন টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি আসাদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর-এর আমিনা বিলকিস ময়না, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টিভি প্রতিনিধি শামীম পারভেজ, ৭১ টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জী, কালের কন্ঠের মোশাররফ হোসেন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসি'র এম বেলাল হুসাইন, দৈনিক সংগ্রামের আবু সাঈদ বিশ্বাস, বাংলা ট্রিবিউন-এর আসাদুজ্জামান সরদার, এনটিভির এসএম জিন্নাহ, দৈনিক যুগান্তর'র মোজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলানিউজের প্রতিনিধি তানজির কচি।
আলোচনা সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।