শিরোনাম
নীলফামারী, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলায় নীলফামারী শহরের বড়মাঠের শোভাবর্ধনে বৃক্ষরোপন এবং পৌর ফিটনেস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ বৃক্ষরোপন ও ফিটনেস সেন্টার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, এই মাঠে নানা বয়সী মানুষ প্রতিদিন সময় কাটাতে আসেন। তাই তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে মাঠটিকে সবুজায়ন করতে বিভিন্ন প্রজাতির একহাজার একশ’ বৃক্ষরোপন করা হবে। ওই বৃক্ষরোপন কর্মসূচি-সহ পৌরসভার উদ্যোগে নির্মিত ফিটনেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।