শিরোনাম
টাঙ্গাইল, ৩ মে, ২০২৫ (বাসস): জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মজলুম নেতা’ নামে খ্যাত মওলানা ভাসানী ছিলেন বাংলার সবচেয়ে ক্যারিশম্যাটিক ও প্রভাবশালী নেতা।
আজ শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং গণগ্রন্থাগার বিভাগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অতিথিরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাঠকরা মওলানা ভাসানী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীশ চাকমা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম।
গণগ্রন্থাগার বিভাগের সহকারী পরিচালক মো. আল-মামুন হাওলাদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।