শিরোনাম
হবিগঞ্জ, ৩ মে, ২০২৫ (বাসস) : খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ে যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপার জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে।
তিনি বলেন, ‘আমরা চাই প্রকৃত কৃষকরাই যেন তাদের কষ্টের ফসল সরকারের কাছে উপযুক্ত দাম দিয়ে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হবিগঞ্জের বানিয়াচংয়ের সুবিদপুরে অভ্যন্তরীণ মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য সচিব এসব কথা বলেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান।