বাসস
  ০৩ মে ২০২৫, ১৮:৩৯

পাবনা শহরে ইছামতী নদীর খনন শুরু

আজ শনিবার পাবনা শহরে ইছামতী নদীর খনন শুরু। ছবি : বাসস

পাবনা, ৩ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ পাবনা শহরে ইছামতী নদীর পাঁচ কিলোমিটার এলাকায় খনন কাজ শুরু হয়েছে।

আজ শনিবার সকালে জেলা শহরের লাইব্রেরী বাজার পুরাতন ব্রীজের পাশে ইছামতী নদীর খনন কাজ উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ  মফিজুল ইসলাম।

এ সময় পাবনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এবং সেনাবাহিনী সদস্য ও নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, ইছামতি নদী প্রবাহমান করতে পদ্মা ও যমুনা নদীর সাথে বিভিন্ন লিংক চ্যানেলগুলো সচল করা হবে। এছাড়া নদীর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে নির্মাণ ও পুনঃনির্মাণ করা হবে ছোট বড় ২৩টি সেতু। সেইসঙ্গে মধ্য শহরে নদীর দুইপাড়ে ১০ কিলোমিটার ড্রেন, ১০ কিলোমিটার ওয়াকওয়ে ও ৫৬টি ঘাট নির্মাণ এবং বৃক্ষরোপণ করা হবে। 

তিনি জানান, ইছামতী নদীর মোট ৩৩ দশমিক ৭৭ কিলোমিটার খনন করা হবে। আর কিছু নদী ও লিংক চ্যানেল মিলিয়ে মোট খনন করা হবে ১১০ দশমিক ২১৬ কিলোমিটার। সিএস ম্যাপ অনুযায়ী জেলার সাঁথিয়ার জগন্নাথপুরের মাধপুর ক্লোজার পয়েন্ট থেকে ইছামতী নদীর খননকাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এ খনন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।