বাসস
  ০৩ মে ২০২৫, ১৮:২৮

ভাষানচর থেকে পালানো নারী-পুরুষ ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

নোয়াখালীর ভাষানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়িবাঁধ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭।ছবি: বাসস

চট্টগ্রাম, ৩ মে, ২০২৫ (বাসস) : নোয়াখালীর ভাষানচর থেকে পালিয়ে আসা নারী-পুরুষ ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়িবাঁধ এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

শনিবার (৩ মে) সাড়ে ১১ টার দিকে খেজুরতলা বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নোয়াখালীর ভাষানচর এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসে এবং চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পতেঙ্গা সি-বিচ এলাকার খেজুরতলা বেড়িবাঁধে অবস্থান নেয়।

তিনি আরো জানান, ইঞ্জিন বোটে করে কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে চট্টগ্রামে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃতরা জানিয়েছেন, টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা প্রবেশ করেছে। আটককৃতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে।