বাসস
  ০৩ মে ২০২৫, ১৮:১৩

যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে : ব্যারিস্টার কাজল

শনিবার যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: বাসস

যশোর, ৩ মে, ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে। 

তিনি বলেন, আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না।  

আজ শনিবার দুপুরে যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আওয়ামী লীগের দু:শাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়ের আন্দোলন থেকেও শিক্ষা নিতে হবে। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে। আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়।’ 

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল অন্যায় করলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ বাহিনীর বিরুদ্ধে কথা বলতেও জনগণ কুণ্ঠাবোধ করছে না। এ অবস্থায় রাজনীতিকদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, প্রতিপক্ষের ভাল সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘যে মুহূর্তে আমরা এসব ভুলে যাবো, তখনই খাদের কিনারায় পৌঁছে যাবো। তাই নিজেদের পরিশুদ্ধ করা ছাড়া বিকল্প কিছু নেই।’  
 
জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভীন মুক্তি ও সহ-পরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।