শিরোনাম
দিনাজপুর, ৩ মে, ২০২৫ (বাসস): জেলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ। তাই পোল্ট্রি শিল্পকে টেকসই করতে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা অপরিহার্য।
তিনি বলেন, বছরে আমরা গড়ে ১৪০টি করে ডিম খাই। দেশের তরুণ সমাজকে শারীরিক ভাবে সুঠোম দেহের অধিকারী হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেক তরুণকে দিনে দুটি করে ডিম খেতে হবে।
কর্মশালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং নর্থ পোল্ট্রি প্রাইভেট লিমিটেড ও নর্থ এগস লিমিটেড-এর মো. কামরুল হক মানিক। মুল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. বিপ্লব কুমার প্রামানিক, সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম।
কর্মশালায় পোল্ট্রি শিল্পের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী তরুণ সমাজ ও পোল্ট্রি সংশ্লিষ্ট উদ্যোক্তাসহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তাদের আলোচনায় তরুণ সমাজকে পোল্ট্রি ফার্মের উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারুণ্যের উৎসবকে কাজে লাগানোর পরামর্শ দেয়া হয়।