বাসস
  ০৩ মে ২০২৫, ১৫:২৯

শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে যশোরে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল

যশোর, ৩ মে, ২০২৫ (বাসস): যশোরে আট বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু’র (এভিয়েন ইনফ্লুয়েঞ্জা) সংক্রমণ হয়েছে সন্দেহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)-এর চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোর সফর করেছেন।

বিশেষজ্ঞ দলটিতে ডা. মো. ফয়জুল ইসলামের নেতৃত্বে তিনিসহ দুইজন মেডিকেল অফিসার, একজন টেকনিশিয়ান ও একজন প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।

যশোর সিভিল সার্জন অফিস জানায়, বৃহস্পতিবার বিশেষজ্ঞ দলটি যশোর পৌঁছে রক্তের নমুনা ও রোগীর রোগের ইতিহাস সংগ্রহ করেন। আজ দলটি ঢাকায় ফিরে গেছে। সেখানে আরও পরীক্ষা-নীরিক্ষার পর ফলাফল জানানো হবে।

সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৮ বছরের একটি ছেলে শিশু জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির জ্বর কমানো যাচ্ছিল না। সে কারণেই বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়।

যশোরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, বিশেষজ্ঞ দলে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তারা শিশুটির এলাকার পোল্ট্রি ফার্ম ও পারিপার্শ্বিক বিষয়গুলোও পর্যবেক্ষণ করেছেন।

তিনি বলেন, শিশুটির বাড়িতে দেশি মুরগি পোষা হয় এবং শিশুটির পোল্ট্রি মুরগির সংস্পর্শে আসার কোন ইতিহাস পাওয়া যায়নি। যেহেতু জ্বর কমছিল না, তাই সতর্কতাবশত আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়। তারপরও বিশেষজ্ঞ কমিটি সবকিছু যাচাইবাছাই করে তাদের সিদ্ধান্ত জানাবে।

তিনি জানান, ৮ বছরের শিশুটি এখন সুস্থ আছে। এ নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, ৭০ ডিগ্রি তাপমাত্রার ওপরে গেলেই এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নষ্ট হয়ে যায়। সেখানে আমাদের দেশে সাধারণত ১০০ ডিগ্রি তাপমাত্রায় রান্না করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর সেখান দুই হাজার মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। এই মুরগি খামার থেকে শিশুটির বাড়ির দূরত্ব ১০ কিলোমিটারের বেশি।