বাসস
  ০২ মে ২০২৫, ২০:৪৭
আপডেট : ০২ মে ২০২৫, ২০:৫১

এফআইএএফ কংগ্রেসে অংশ নিতে কানাডায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিনিধি দল

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফিল্ম আর্কাইভের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক চলচ্চিত্র সংরক্ষণাগার ফেডারেশন (এফআইএএফ) কংগ্রেস ২০২৫-এ অংশগ্রহণ করছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার নেতৃত্বে এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আব্দুল জলিল ও পরিচালক ফারহানা রহমান।

দলটি সেমিনার, আঞ্চলিক সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।