শিরোনাম
চাঁদপুর, ২ মে, ২০২৫ (বাসস) : দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার সংগঠনের জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে তারুণ্যের আলোয় উদ্ভাসিত নতুন চাঁদপুর ‘চাঁদপুর জাগরণী’ বিষয়ে জেলা এনসিপির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ জুলাই আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে। এ দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।
চাঁদপুর জাগরণী সভায় তিনি জানান, আগামী এক মাসের মধ্যে জেলা ও ৮টি উপজেলাসহ ৯টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ সময় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক উইং এর সংগঠক শেখ রুবেল।