বাসস
  ০২ মে ২০২৫, ১৬:২০

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে বলেন, শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে দেশের কোন বিশ্ববিদ্যালয়ের কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এজন্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

তিনি আরও জানান, আগামি ৯ মে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীর আবেদন করেছেন।