শিরোনাম
পিরোজপুর, ২ মে, ২০২৫ (বাসস) : জেলা পৌর শহরের দুই কিলোমিটার দীর্ঘ ভাড়ানী খাল পুনঃখনন শুরু হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল থেকে এই খালটিকে পুনঃখনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সকাল ৮টায় শহরের ম্যালেরিয়া পুল এলাকা থেকে এ পুনঃখনন ও দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এর মাধ্যমে শহরের মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা এ খালটিতে প্রাণের সঞ্চার ফিরে পাবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে খালটির সংস্কার কাজ শেষ হবে।
পৌর বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষ অত্যন্ত খুশি। পাশাপাশি বেদখল হওয়া বাকি খালগুলোও উদ্ধারের দাবি তাদের।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আমরা শহরের গুরুত্বপূর্ণ এ খালটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। সরকারের কাছ থেকে পর্যাপ্ত বরাদ্দ পেলে পরবর্তীতে পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার অন্যান্য খালগুলোও সংস্কার করা হবে।