বাসস
  ০২ মে ২০২৫, ১৫:৪৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মুন্সীগঞ্জ, ২ মে,২০২৫ (বাসস) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় প্রাইভেট কারের চাপায় পথচারী রফিকুল ইসলাম ( ৫০) নামে একজন নিহত হয়েছে। 

নিহত রফিকুল ইসলামের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুইমারী উপজেলায় ।  

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় দূতগামী একটি প্রাইভেটকার পথচারী রফিকুল ইসলামকে চাপা দেয়।ঘটনাস্থলে রফিকুল মারা যায়।

দুর্ঘটনার পরপর প্রাইভেট কারটি পালিয়ে যাবার চেষ্টা করলে একটি এম্বুলেন্স প্রাইভেটকারের গতিরোধ করে আটক করে। পরে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রফিকুলের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।  

ঘাতক প্রাইভেট কারের চালককে আটক এবং কারটিকে জব্দ করা হয়েছে।