শিরোনাম
রাঙ্গামাটি, ২ মে ২০২৫ (বাসস) : জেলার জুরাছড়ি উপজেলার বৌদ্ধ বিহারে বিহারের মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে বিহারের মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন সাগর, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই বিহারের মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।
পরে বিহারে ধর্মীয় নবগ্রহ সূত্র শ্রবন, সংঘদান, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তিদানসহ বিভিন্ন দান সামগ্রী উৎসর্গ করা হয়।