শিরোনাম
ঢাকা, ১ মে ২০২৫ (বাসস) : আজ মহান মে দিবস। বিশ্বের সাথে তাল মিলিয়ে ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। ‘মহান মে দিবস ২০২৫' এর প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১৮৮৬ সালে মে মাসের ১ তারিখে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি সম্মান দেখাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মহান মে দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃত। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
জেলা সংবাদদাতাদের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সারাদেশে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শুরুতে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পটুয়াখালীতে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র নরসিংদী এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলসমূহ মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা এনসিপি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।
এছাড়াও জেলার ভিন্ন ভিন্ন স্থানে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও জেলা শ্রমিক দল দলীয় কার্যালয়ের সামনে, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহরের সাতমাথায়, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়নসহ শতাধিক শ্রমিক সংগঠন পৃথক পৃথক শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসন এবং খুলনার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আসিফ চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, নওগাঁ, সিরাজগঞ্জ, মাগুরা, বাগেরহাট, রাঙ্গামাটি, টাঙ্গাইল, লালমনিরহাট, নীলফামারী, জয়পুরহাট, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, মেহেরপুর. ভোলা, চাঁদপুর, ফেনি, জামালপুর, কুমিল্লাসহ সারাদেশে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়।