শিরোনাম
নেত্রকোণা, ১ মে, ২০২৫ (বাসস) : জেলার মোহনগঞ্জে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের জমিতে ধান কাটছিলেন গোলাপ। এসময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্য লোকজনও সাথে ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে গোলাপ মিয়ার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে জমির একপাশে গিয়ে পড়েন গোলাপ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’