বাসস
  ০১ মে ২০২৫, ১৭:৫৪

টাঙ্গাইলে মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ 

টাঙ্গাইলে মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ। ছবি: বাসস

টাঙ্গাইল, ১ মে, ২০২৫ (বাসস) : মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা  থেকে দিনব্যাপী টাঙ্গাইল পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের আদালত পাড়ার সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম এলিচ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। 

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল গ্রন্থাগারের সভাপতি খন্দকার নাজিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রদীপ কুমার সাহা, খন্দকার বাবুল খান, ফিরোজ চৌধুরী ও সাবেক ফুটবলার শামীম খান প্রমুখ। 

এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে গাইনি, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, মেডিসিন, চর্ম ও যৌন রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হয়।  এ ছাড়াও অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে দুইটি হুইল চেয়ার দেওয়া হয়।