শিরোনাম
সুনামগঞ্জ, ১ মে, ২০২৫(বাসস) : জেলার জামালগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মানিক মিয়া জামালগঞ্জ উপজলার লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।
আজ দুপুর দেড়টার দিকে উপজেলার পাকনার হাওরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর দেড়টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে ধান কাটতে যান মানিক মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হাওরে ধান কাটতে থাকা অন্যান্য কৃষকরা মানিক মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।