শিরোনাম

নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৬টি মনোনয়নপত্র বাতিল লাভ হয়েছে।
আজ শনিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।
মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। মনোনয়নপত্রগুলো বাতিল করার জন্য একাধিক কারন ছিল। এরমধ্যে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, হলফনামায় অসম্পূর্ণ বা ভ্রান্ত তথ্য, স্বাক্ষরের ঘাটতি, ঋণ খেলাপি থাকা, তিতাস গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের বকেয়া এবং দলীয় মনোনয়ন না থাকা প্রভৃতি কারন ছিল।
নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও যুবদল নেতা মোহাম্মদ দুলাল, সিপিবি প্রার্থী মনিরুজ্জামান চন্দন- এর মনোনয়ন বাতিল হয়েছে।
নারায়ণগঞ্জ-২ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয়, স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল, মিনহাজুর রহমান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ-এর মনোনয়ন বাতিল হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী রেজাউল করিম-এর মনোনয়ন বাতিল হয়েছে।
নারায়ণগঞ্জ- ৪ আসনে সিপিবির প্রার্থী ইকবাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনির, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভুঁইয়া, সুপ্রিম পার্টির সেলিম আহমেদ, জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা-এর মনোনয়ন বাতিল হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন, বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন- এর মনোনয়ন বাতিল হয়েছে।