বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

ভোলায় আ'লীগ নেতা জসিম গ্রেপ্তার

ভোলা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে আওয়ামী লীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মিয়া গঙ্গাপুর ইউনিয়নের বাসিন্দা জালাল আহমেদ মিয়ার পুত্র বলে পুলিশ জানায়। 

পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ের নাশকতাসহ দ:বিধির একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলাও রয়েছে আ'লীগের এ নেতার বিরুদ্ধে।

বোরহানউদ্দিন থানার ওসি মো.মনিরুজ্জান জানান, জসিম উদ্দিন মিয়ার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের হওয়া মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।