শিরোনাম
মুন্সীগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ছোঁয়া আইসক্রীম ফ্যাক্টরীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম প্রস্তুত করায় এবং মোড়কে পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে আশরাফুল অয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল প্রস্তুত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান কালে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য তৈরী এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় আরো উপস্থি’ত ছিলেন টংগিবাড়ী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন।