বাসস
  ২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৩

নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালী, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার (৭) ও আলিশা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

আজ শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু পাখি আক্তার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে এবং আলিশা আক্তার একই গ্রামের সাইফুর রহমান মাসুদ এর মেয়ে। উভয়ে স্থানীয় ফকির মার্কেট নুরানি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার জানান, দুই শিশু শুক্রবার দুপুরে তাদের পরিবারের অজ্ঞাতে একই পুকুরে নামে। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। অন্যদিকে, অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পুকুরে তল্লাশিকালে একটি শিশুর দেহ ভাসতে দেখেন এবং অপর শিশুরকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। দুই শিশুর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।