বাসস
  ২০ মার্চ ২০২৫, ১৩:২৪

নেত্রকোনায় ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

বুধবার রাতে ধারালো ছুরি দিয়ে শওকত আলীর হাতে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছবি : বাসস

নেত্রকোনা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : নেত্রকোনার দুর্গাপুরে শওকত আলী (৩২) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পাহাড় এলাকায় এ ব্যবসায়ীর উপর হামলা চালায় দুইজন ছিনতাইকারী। 

এ সময় ধারালো ছুরি দিয়ে শওকত আলীর (৩২) হাতে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত শওকত আলী কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আইস উদ্দিনের পুত্র ও বিপিনগঞ্জ বাজারের শওকত টেলিকমের স্বত্বাধিকারী। 

আহত শওকত আলী বলেন,‘দীর্ঘদিন ধরে তিনি কুল্লাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারে মোবাইল ব্যাংকিং পরিষেবা  রকেট, বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়াও বিভিন্ন অপারেটরের সিমেও  ফ্লেক্সিলোড করেন। গতরাত সাড়ে নয়টার পর বিপিনগঞ্জ বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে সাদামাটি পাহাড় এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার গতি রোধ করে। পরে ধারালো ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা দাবি করে। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে আমার দুই হাতে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন ছিলো। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

এদিকে এই ঘটনার পর ডাকাত সন্দেহে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী হাতে লাইট এবং লাঠি নিয়ে পুরো গ্রামে তল্লাশি চালায়। তবে এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আমরা বিষয়টি জানার পর পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যদের প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।