শিরোনাম
কুমিল্লা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : কুমিল্লা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ২১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এক বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়, গতকাল বিজিবি'র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন শিবেরবাজার ও আমানগন্ডা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, পাঁচশ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।
মীর আলী এজাজ আরো জানান, দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির এধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।