শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১১মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে মোঃ মামুন (৩৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। সে দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ ইউনুছ ছেলে। পরে মামুন এর তথ্য মতে তার অপর সহযোগী মোঃ আরিফ (৩১) মহাসড়কের গৌরপুর এলাকায় অবস্থানের কথা জানান। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আরিফ চট্টগ্রাম ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবর এর ছেলে। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকে।
অভিযানে আটক মামুন ও আরিফ এর বাসা বাড়িসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। এছাড়া আটক আসামিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ ।